বিয়ানীবাজার উপজেলা নির্বাচনে ৩ পদে মনোনয়ন দিলেন ২২ জন

প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, মে ২, ২০২৪

বিয়ানীবাজার উপজেলা নির্বাচনে ৩ পদে মনোনয়ন দিলেন ২২ জন

প্রতিনিধি/বিয়ানীবাজারঃঃ

বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যন এই ৩টি পদে মোট ২২ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

 

বৃহস্পতিবার (২ মে) বিকাল ৪টায় মনোনয়পত্র জমা দানের নির্ধারিত সময় শেষে এই তথ্য জানিয়েছে বিয়ানীবাজার উপজেলা নির্বাচন অফিস। তন্মধ্যে, চেয়ারম্যান পদে ৯জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
 

নির্বাচন অফিস সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, আগামী ২৯ মে অনুষ্ঠিতব্য বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান খান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, বর্তমান উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কাশেম পল্লব, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, বর্তমান ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জামাল হোসেন, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য, সাবেক ভিপি মোহাম্মদ জাকির হোসেন, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ আব্দুল বারী, লাউতা ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ গৌছ উদ্দিন, বিয়ানীবাজার সরকারি কলেজের খন্ডকালীন প্রভাষক সাংবাদিক মোঃ জহির উদ্দিন ও বিএনপি সমর্থক প্রবাসী যুবনেতা মোঃ জাকির হোসেন।

 

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন- উপজেলা যুবলীগ নেতা লায়ন সুহেল আহমদ রাশেদ, উপজেলা যুবলীগ নেতা আশরাফুল হক রুনু, সাবেক ফুটবলার ও ক্রীড়া সংগঠক জামাল উদ্দিন, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ খালেদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সদস্য সায়দুল ইসলাম, জমিয়ত নেতা আব্দুল্লাহ আল মামুন খাঁন, মোঃ আফজল হোসেন, আব্দুল আলিম ও মোঃ জসিম উদ্দিন।

 

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন- উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদিকা জাহানারা বেগম, হাসিনা আক্তার, জেসমিন নাহার ও রোমানা আফরোজ।

Spread the love

আর্কাইভ

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031