সিলেট ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ, মে ১৪, ২০২৪
প্রতিনিধি/ধর্মপাশাঃঃ
সুনামগঞ্জের ধর্মপাশায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন- ২০২৪ উপলক্ষ্যে ধর্মপাশা উপজেলায় আচরণ বিধি প্রতিপালনের সময় উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা লঙ্ঘন করে শামীম আহমেদ মুরাদ (ঘোড়া প্রতীক) এর পক্ষে মোটরসাইকেল শোডাউন করার অপরাধে উক্ত শোডাউনে নেতৃত্বদানকারী মো: রফিকুল বারী চৌধুরী বাচ্চু (৭০), সভাপতি, সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ শাখা, ধর্মপাশা, সুনামগঞ্জ-কে ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা জরিমানা করা হয়েছে। সোমবার এই জরিমানা আদায় করা হয়।
এছাড়াও সংশ্লিষ্ট প্রার্থীসহ প্রার্থীর সমর্থনকারীদের সতর্ক করা হয়েছে। সকলকে উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে।
উপজেলা চেয়ারম্যান ঘোড়া প্রতিকের প্রার্থী শামিম আহমেদ মুরাদকে একাদিক বার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ গিয়াস উদ্দীন জরিমানার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ কারী সকল প্রার্থীকে নির্বাচনী আচারন বিধি মেনে চলার আহ্বান জানান।