সিলেট ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, মে ১৬, ২০২৪
প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। ১৬ মে বৃহস্পতিবার জগন্নাথপুর থানা ভবনে মাদক, জুয়া, জঙ্গিবাদ, যৌতুক, বাল্য বিবাহ, নারী নির্যাতন প্রতিরোধ সহ সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নতির লক্ষ্যে পুলিশ-জনতার পারস্পারিক মতবিনিময় শীর্ষক ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ওসি (তদন্ত) সুশংকর পাল, এসআই জিয়া উদ্দিন, জগন্নাথপুর সদর বাজার সেক্রেটারি মশাহিদ মিয়া ভূইয়া প্রমূখ। এতে বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।