প্রতিনিধি/বালাগঞ্জঃঃ
সিলেটের বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ওমর (রা:)দাখিল মাদ্রাসার পক্ষ থেকে ২৪ সালের দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে । ১৬ই মে রোজ বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসা হলরুমে উক্ত কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
মাদ্রাসা সুপার মো: আমির আলীর সভাপতিত্বে মাদ্রাসা শিক্ষক মুহিবুর রহমান ও ইসলাম উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ সিলেট আইডিয়াল মাদ্রাসার শিক্ষক হাকিম নাজিম উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বারের আইনজীবী এডভোকেট রহমত আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বারের আইনজীবী এডভোকেট আব্দুল আহাদ সিদ্দিকী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজসেবী দেলোয়ার আল হুসাইন, মানিক মিয়া, মাওলানা মুস্তাকিম আলী, জয়নাল মিয়া, হাফিজ মহিবুর রহমান, জয়নাল খান, আরিফুল ইসলাম নাঈম ইসলাম সহ এলাকার গণ্যমান্য সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পূর্ব গৌরীপুর ওমর (রা:)দাখিল মাদ্রাসা এবারের দাখিল পরীক্ষায় শতভাগ ফলাফল অর্জন করতে সক্ষম হয়।