সিলেট ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, মে ২৩, ২০২৪
প্রতিনিধি/ধর্মপাশা:
সুনামগঞ্জের ধর্মপাশায় ” প্রশিক্ষণ গ্রহন করি, সফল সমবায় গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দক্ষ সমবায়ী ও সফল সমবায় সমিতি গঠনের লক্ষ্যে সমবায়ীদের অংশ গ্রহনে সমবায় ভ্রাম্যমান প্রশিক্ষণের শুভ উদ্ভোদন করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা বিআরডিবি হলরুমে এর আয়োজন করে উপজেলা সমবায় অফিস ধর্মপাশা। প্রধান অতিথি হিসেবে শুভ উদ্ভোদন ও সভাপতিত্ব করেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ গিয়াস উদ্দীন, পরিচালনা করেন উপজেলা সমবায় অফিসার শরিফ আহমেদ।
এতে অন্যানদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা কৃষি অফিসার মীর হাসান আল বান্না, উপজেলা মৎস্য অফিসার মোঃ মাহমুদুর রহমান, বিআরডিবি অফিসার শ্যামল চন্দ্র পাল, জয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, সুখাইর রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকাররম হোসেন, ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম এ রেজা পহেল প্রমুখ।