ধর্মপাশায় ষোলচাপড়া হাওরের ট্রলার ডুবির ১৬ জনের মৃত্যুর ১৪ বছরে রাস্তাটি হয়নি এখনো

প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, জুন ৮, ২০২৪

ধর্মপাশায় ষোলচাপড়া হাওরের ট্রলার ডুবির ১৬ জনের মৃত্যুর ১৪ বছরে রাস্তাটি হয়নি এখনো

প্রতিনিধি/ধর্মপাশাঃঃ

সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়ন চকিয়াচাপুর গ্রামের সমনে ষোলচাপড়া হাওরে বালিজুরী গ্রামের একটি ট্রলার ডুবে ১৬ জনের মৃত্যুর ঘটনার ১৪ বছর পার হলেও আজো হয়নি সেই রাস্তাটি। বালিজুরি ট্রলার ডুবির ২০১০ সালের ৮ জুন মর্মান্তিক ট্রলার ডুবিতে বাদশাগঞ্জ পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সহ ১৬ জনের মৃত্যুর আজ ১৪ বছর। যদি বৌলাম ডিসি রোড হইতে চকিয়াচাপুর ভাইয়া বালিজুরী পর্যন্ত রাস্তাটি থাকলে ট্রলারে যাওয়া আশা করা প্রয়োজন ছিল না।

 

এই দূর্ঘটনার শিকার হয়ে ১৬ জন লোকের তাজা প্রাণ হারাতোনা। এই রাস্তাটি অতি জনগুরুত্বপূর্ণ, প্রায় ৫ টি গ্রামের ছাত্র ছাত্রী স্কুল কলেজ মাদ্রাসা যাওয়া আশা করে। সাধারণ মানুষের বাদশাগঞ্জ ভূমি অফিস, বাজারে, সাব- রেজিস্টার অফিস ও উপজেলা সদরে যাওয়ার এক মাত্র রাস্তা। বিগতদিনে সাবেক এমপি কথা দেওয়ার পরেও রাস্তাটি করে দেননি।

 

চকিয়াচাপুর গ্রামের বাসিন্দা, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে পাইকুরাটি ইউনিয়ন পরিষদের আওয়ামীলীগ মনোনিত নৌকার চেয়ারম্যান প্রার্থী এম এম এ রেজা পহেল বলেন, আমি বর্তমান এমপি দাদা এডভোকেট রনজিত চন্দ্র সরকারের কাছে আবেদন করলে তিনি বৌলাম ডিসি রোড হইতে চকিয়াচাপুর ভাইয়া বালিজুরী পর্যন্ত রাস্তাটির অনুমোদনের কথা দিয়েছেন। আগামী অর্থবছরে কাজ হবে।

 

ধর্মপাশা এলজিইডির উপজেলা প্রকৌশলী মোঃ শাহাবুদ্দিন বলেন, প্রকল্পটি আই আর আই ডি পিই – ৩ প্রকল্পে ডিপিপি ভুক্ত করার জন্য বর্তমান সংসদ সদস্য এডভোকেট রনজিত চন্দ্র সরকার মহোদয় ডিও লেটার দিয়ে এলজিইডি সদর দপ্তরে পাটিয়েছেন। দুই মাসের মধ্যে চুড়ান্ত হবে। আগামী শুকনা মৌসুমে কাজটি বাস্তবায়ন করা হবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031