৩৬৩ বিদেশি দেশের কারাগারে আটক আছেন

প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, জুন ১২, ২০২৪

লন্ডন বাংলা ডেস্কঃঃ

বাংলাদেশের কারাগারে বিভিন্ন অপরাধে ৩৬৩ জন বিদেশি নাগরিক আটক আছেন বলে জানালেন জাতীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ বুধবার জাতীয় সংসদ অধিবেশনে সংরক্ষিত মহিলা আসনের সরকারদলীয় সংসদ সদস্য (এমপি) বেগম ফরিদা ইয়াসমিন লিখিত প্রশ্নের উত্তরে তিনি এই তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনের টেবিলে প্রশ্ন উত্থাপিত হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আটকের তালিকায় রয়েছেন ভারতের ২১২ জন, মিয়ানমারের ১১৪ জন, পাকিস্তানের সাতজন, নাইজেরিয়ার ছয়জন, মালয়েশিয়ার ছয়জন, মার্কিন যুক্তরাষ্ট্রের একজন ও চীনের চারজন।

 

চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য মাহবুব রহমান রুহেলের করা প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজার এলাকায় বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের মধ্য থেকে (রোহিঙ্গা) জননিরাপত্তা বিঘ্ন, হত্যা ও অস্ত্র মামলায় ৯৯৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেইসঙ্গে ক্যাম্প এলাকায় জননিরাপত্তা বিঘ্নকারী বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে নজরদারি করা হচ্ছে এবং সন্ত্রাসীদের দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031