সিলেট ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ণ, জুন ১৬, ২০২৪
প্রতিনিধি/বিশ্বনাথঃঃ
বিশ্বনাথে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার একদিন পর হাওর থেকে উদ্ধার করা হয়েছে রেজাউল হক মোতাহির (১৮) নামের এক কিশোরের লাশ। সে উপজেলার রামপাশা ইউনিয়নের ধলিপাড়া গ্রামের আলা উদ্দিনের পুত্র। রবিবার (১৬ জুন) হাওর থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে থানা পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (১৫ জুন) সকাল ৬টার দিকে ধলিপাড়া পূর্ব দিকে বাঘমারা হাওরে নৌকা দিয়ে মাছ ধরতে যায় রেজাউল হক মোতাহির। তখন বিশ্বনাথের ওই এলাকায় বজ্রপাত’সহ ব্যাপক বৃষ্টি হয়। বেলা বাড়ার সাথে সাথে রেজাউল বাড়ি ফিরে না আসায়, বাড়ির লোক হাওরে গিয়ে খালি নৌকা ভাসতে দেখে নৌকার চারপাশের পানিতে খোঁজাখুঁজি করতে থাকেন। কিন্তু রেজাউলের কোন সন্ধান পাননি কেউ। এরপর আজ (রোববার) সকালে হাওরে তার লাশ ভেসে উঠলে হাওরে মাছ ধরতে যাওয়া ধলিপাড়া এলাকার লোকজন তা দেখেন এবং লাশ উদ্ধার করে নিয়ে এসে থানা পুলিশকে খবর দেন। পুলিশ সেখানে উপস্থিত হয়ে লাশ মর্গে প্রেরণ করে।
রেজাউলের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার এসআই জয়ন্ত সরকার জানান, প্রাথমিক ধারণায় মনে হচ্ছে রেজাউলের মৃত্যু বজ্রপাতে হয়েছে। এবিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।