সিলেট ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ণ, জুন ২৬, ২০২৪
ওসমানীনগর উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সায়াদ আহমদের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপি’র সহ-সভাপতি ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি এম আসকির আলী।
বুধবার এক শোকবার্তায় তিনি বলেন, তরুণ সংগঠক, ওসমানীনগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সায়াদ ছিলো অথ্যান্ত পরিশ্রমী ও মেধাবী। দলের একজন দক্ষ সংগঠক এবং নিবেদিত কর্মীর এই অকালে চলে যাওয়া অত্যন্ত বেদনার।তার এই মত্যুতে ওসমানীনগর ছাত্রদলে শোকের ছায়া বিরাজ করছে। সায়াদ আহমদের অকাল মৃত্যুতে তার পরিবার-পরিজনদের মতো আমরাও অত্যন্ত ব্যথিত। সায়দ আহমদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদানা জ্ঞাপন করেন।
বিজ্ঞপ্তি