সিলেট ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ণ, জুন ২৬, ২০২৪
প্রতিনিধি /ধর্মপাশাঃঃ
সুনামগঞ্জের ধর্মপাশায় এক হাজার মিটার কারেন্ট জাল চারশত মিটার চায়না দুয়ারী বাইর আগুনে পুড়িয়ে ধংশ করা ও ৫শ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার বিকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ অলিদুজ্জামান।
ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সেলবরষ ইউনিয়নের গ্রাম বীর উত্তর বাসিন্দার মোঃ মহিবুর রহমানের কাছ থেকে এই জরিমানা আদায় ও তার এক হাজার মিটার কারেন্ট জাল চারশত মিটার চায়না দুয়ারী বাইর আগুনে পুড়িয়ে ধংশ করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ অলিদুজ্জামান বলেন, আমাদের এই অভিযান চলমান থাকবে।