সিলেট ১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, জুন ২৬, ২০২৪
প্রতিনিধ/ধর্মপাশাঃঃ
সুনামগঞ্জের ধর্মপাশায় ধুমপান ও তামাক জাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে তামাক বিরোধী প্রশিক্ষন বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ গিয়াস উদ্দীন সাহেবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান শামিম আহমেদ মুরাদ।
অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ অলিদুজ্জামান, উপজেলা কৃষি অফিসার মীর হাসান আল বান্না, ধর্মপাশা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সামছুরদোহা,উপজেলা হাসপাতালের স্ব্যাস্থ কর্মকর্তা সুবীর সরকার, মহিলা বিষয়ক অফিসার ফাহিমা কানম, সমাজসেবা অফিসার মোঃ গিয়াস উদ্দিন, প্রাথমিক শিক্ষা অফিসার মানবেন্দ্র দাস, মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাবুবুল কবির, জয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু , সেলবরষ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা প্রমুখ।