সিলেট ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ, জুন ২৬, ২০২৪
প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
সিলেটের ওসমানীনগরে ত্রাণ বিতরণ করতে গিয়ে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দাল মিয়া অসুস্থ হয়ে পড়েন। বুধবার উপজেলা পরিষদের উদ্যোগে ৪ হাজার মানুষের খাদ্য বিতরণকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে তাকে দ্রুত উপজেলার একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। সেখানে সাময়িক চিকিৎসা নিয়ে বিকালে তিনি বাড়ি ফিরে গেছেন।
আব্দাল মিয়ার অসুস্থতার খবর পেয়ে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন উপজেলা চেয়ারম্যান শামীম আহমদ ভিপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপমা দাস, ভাইস চেয়ারম্যান আনা মিয়াসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। এছাড়া, ছাত্রলীগের সদস্য ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দও খোঁজ খবর নিয়েছেন এবং দুঃখ প্রকাশ করেছেন।
উল্লেখ্য, বিগত কয়েকদিন ধরে বন্যাকবলিত মানুষদের সহযোগিতার জন্য আব্দাল মিয়া দিনরাত পরিশ্রম করে যাচ্ছিলেন। ডাক্তার জানিয়েছেন, তীব্র গরমের কারণে তার এই অসুস্থতা দেখা দিয়েছে। আব্দাল মিয়া বর্তমানে বাড়িতে বিশ্রাম নিচ্ছেন এবং দ্রুত সুস্থতার জন্য সবার দোয়া কামনা করেছেন।