সিলেট ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, জুলাই ১, ২০২৪
প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
প্রবাসী কল্যাণ ও বৈদেশীক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, সিলেট -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী‘র ব্যক্তিগত তহবিল থেকে সিলেটের ওসমানীনগরে বন্যা দূর্গত পরিবারদের মধ্যে ত্রাণ সামগ্রী ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার দয়ামীর ইউনিয়নের দৌলতপুর গ্রামে পাঁচ শতাধিক অসহায় মানুষের মধ্যে এসব ত্রাণ বিতরণ করা হয়।
উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মঞ্জুর আহমদের তত্বাবধানে ত্রান বিতরণীতে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেদ আহমদ মুছা, আঞ্চলিক নাট্য অভিনেতা সাহেদ মুশারফ(কঠাই), ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ ফয়ছল আহমদ, সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী প্রমুখ।
এসময় বক্তারা বলেন, দেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি যে কোন দূর্যোগে সরকারি এবং নিজের ব্যক্তিগত তহবিল থেকে অসহায় মানুষের প্রতি সহায়তার হাত প্রসারিত করে যাচ্ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশীক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। অতিথের ন্যায় চলমান সৃষ্ট বন্যায় তিনি বিভিন্ন দূর্গত এলাকা পরিদর্শন ও খাদ্য সমাগ্রী বিতরণ করে যাচ্ছেন। বন্যা দূর্গত মানুষের কষ্ট এবং খাদ্য সহায়তা সমন্বয়ের মাধ্যমে অব্যাহত রাখতে তিনি দলীয় নেতাকর্মী ও উপজেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।
এছাড়া শফিকুর রহমান চৌধুরীর ছোট ভাই যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা হামিদুর রহমান চৌধুরী প্রতিমন্ত্রীর পক্ষ থেকে প্রতিদিন ওসমানীনগরের বিভিন্ন দূর্গত এলাকায় বানভাসি মানুষের মুখে হাসি ফুটাতে ত্রাণ বিতরণ করছেন। বন্যায় আশ্রয়কেন্দ্রেসহ পানিবন্দি মানুষের সহায়তা সরকারের পাশাপাশি বিত্তবানদেরও এগিয়ে আসার আহবান জানান বক্তারা।