সিলেট ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২৪
প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
সিলেটের ওসমানীনগরে বন্যা কবলিত মানুষের মাঝে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জাম চৌধুরীর পক্ষ থেকে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক জাবেদ আহমদ আম্বিয়া।
মঙ্গলবার দুপুরে উপজেলার তাজপুর ইউনিয়নের নূর মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ত্রাণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, তাজপুর ডিগ্রী কলেজের সাবেক ভিপি উপজেলা আওয়ামী লীগ নেতা জুবায়ের আহমদ শাহীন।
তাজপুর ডিগ্রী কলেজের সাবেক এজিএস জাবেদ আহমদ আম্বিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, নূর মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় প্রসাদ দেব, যুক্তরাজ্য সার্পোট টিমের প্রতিষ্ঠাতা দুলদুল মিয়া, মুর্শেদ মিয়া, গয়াছ মিয়া, উপজেলা যুবলীগ নেতা নেফুর আলী, সুহেল আহমদ, হেলাল মিয়া, উপজেলা ছাত্রলীগের আহবায়ক জুবায়ের আমিন, যুগ্ম আহবায়ক আমজাদ হোসেন, ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম, রাজন রাজ, তাজপুর ডিগ্রী কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নাইম আহম, ফাহিম আহমদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জাম চৌধুরীর পক্ষ উপজেলার ৮ ইউনিয়নে ধারাবাহিক ভাবে ত্রাণ বিতরণী কার্যক্রম অব্যাহত রেখেছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ আহমদ আম্বিয়া। বন্যাবকলিত মানুষের দূর্ভোগ লাগবে যুক্তরাজ্য থেকে দেশে এসে ঝাপিয়ে পড়েন বন্যা দূর্গতের ধারে-ধারে। বন্ধুবান্দবসহ পারিবাক উদ্যোগে বিগত ১ সাপ্তাহ ধরে পানিবন্দি মানুষের খাদ্য সহায়তায় তার এই কার্যক্রম প্রশংসনীয়। অসহায় মানুষের কল্যাণে তার মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা করেন বক্তরা।