সিলেট ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২৪
প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরের সাংস্কৃতিক অঙ্গনের প্রিয়মুখ উদীয়মান তরুণ সফল নাট্য অভিনেতা সবার আদরের সর্বদা হাসিমুখের ফুটফুটে মেধাবী শিক্ষার্থী তানভীর আহমদ ইমু বিগত ২০১৮ সালের ১১ জুলাই মাত্র ১৮ বছর বয়সে সবাইকে কাঁদিয়ে চলে যায় না ফেরার দেশে।
দেখতে দেখতে চলে এলো তানভীর আহমদ ইমুর ৬ তম মৃত্যু বার্ষিকী। সে জগন্নাথপুর সদর বাজারের ঘড়ি ব্যবসায়ী আবদাল মিয়ার ছেলে। তাদের গ্রামের বাড়ি শান্তিগঞ্জ উপজেলার সিচনী গ্রামে। তারা দীর্ঘদিন ধরে জগন্নাথপুরে বসবাস করছেন। ১১ জুলাই বৃহস্পতিবার তানভীর আহমদ ইমুর ৬ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে শান্তিগঞ্জ উপজেলার সিচনী গ্রামে ও তার নানা বাড়ি জগন্নাথপুর উপজেলার চিলাউড়া গ্রামে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এদিকে-পুত্র শোকে কাতর তানভীর আহমদ ইমুর পিতা ঘড়ি ব্যবসায়ী আবদাল মিয়া বলেন, আজও আমি সবার মাঝে আমার ইমুকে খুঁজে বেড়াই। তার স্মৃতি সব সময় তাড়া করে বেড়ায়। ইমুর শোকে আমরা পরিবারের সবাই কাতর হয়ে পড়েছি। আজও ইমুর জন্য লুকিয়ে লুকিয়ে কাঁদি। পুত্র শোক যে কতো বেদনার তা কাউকে বুঝানো যাবে না। মহান আল্লাহপাক রাব্বুল আলামিন যেন আমার ইমুকে বেহেস্ত নসিব করেন। তার জন্য সবার কাছে দোয়া চাই।