আওয়ামী স্বেচ্ছাসেবকলীগে বিতর্ক নেই .প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী

প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২৪

আওয়ামী স্বেচ্ছাসেবকলীগে বিতর্ক নেই .প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী

প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশীক কর্মসংস্থান মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী, সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে গড়া সংগঠন স্বেচ্ছাসেবকলীগের বিষয়ে কোন বিতর্ক নেই। প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্বেচ্ছাসেবকলীগ অধম্য গতিতে কাজ করছে। যে কোন দূর্যোগে সরকারের পাশাপাশি স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা নিজ-নিজ উদ্যোগে সহায়তায় এগিয়ে আসেন।

 

বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবকলীগের ৩০ বছর পূর্তী উপলক্ষে ভানবাসি মানুষের সহায়তায় এগিয়ে এসেছে তারা। প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করণ ও দেশের উন্নয়নে বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগের অবদান রয়েছে। স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীদের সুনামের সাথে দলীয় আন্দোলন সংগ্রামে ভূমিকা অব্যহত রাখাবে।

 

এসময় তিনি ওসমানীনগর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি চঞ্চল পালের ভূয়সী প্রশংসা করেন। চলমান বন্যায় নিজে অসুস্থ থেকেও উপজেলার দূর্গম এলাকায় নিজ উদ্যোগে রান্না করা খাবারসহ খাদ্য সহায়তা প্রদান করায় চঞ্চল পালকেও ধন্যবাদ জ্ঞাপন করেন।
শনিবার দুপুরে সিলেট জেলা স্বেচ্ছাসেবককলীগ নেতা জুবায়ের খান এর উদ্যোগে বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগের ৩০ বছর পূর্তী উপলক্ষে ওসমানীনগর উপজেলার তাজপুর বাজারে বন্যায় ক্ষতিগ্রস্থ ৩ শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিলেট জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. আফসার আজিজ, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েছ, যুক্তরাজ্য আওয়ামী লীগের জন-সংযোগ বিষয়ক সম্পাদক রবিন পাল, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান, প্রচার সম্পাদক চয়ন পাল, তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক প্রমুখ।

 

ওসমানীনগর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি চঞ্চল পাল ও সাধারণ সম্পাদক সেলিম রেজার যৌথ পরিচালনায় সভা শেষে স্বেচ্ছাসেবককলীগ নেতা জুবায়ের খান এর উদ্যোগে বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগের ৩০ বছর পূর্তী উপলক্ষে সিলেটে সহ¯্রাধিক বন্যা কবলিত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণের উদ্বোধন করেন আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। সভায় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনসহ রাজনৈতিকও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Spread the love

আর্কাইভ

March 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31