সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বিমানবন্দরে আটক

প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২৪

সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বিমানবন্দরে আটক

লন্ডন বাংলা ডেস্কঃঃ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বিমানবন্দরে দিয়ে দেশ ছেড়ে পালানোর চেষ্টার সময় আটক হয়।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তোপে মুখে এর আগে দেশ ছেড়ে পালিয়েছে শেখ হাসিনা। এখন অনেক এমপি-মন্ত্রী ও অসংখ্য নেতাকর্মী প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছেন।

 

 

জানা গেছে, পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে প্রতিবেশী ভারত সীমান্তের একটি স্থলবন্দর দিয়ে পালানোর চেষ্টা করেছিলেন।

 

 

আইন মন্ত্রণালয়ের একজন উপসচিব জানান, আইনমন্ত্রী আনিসুল হক তার মোবাইল ফোন দুটি বন্ধ করে দেশত্যাগ করেছেন। সোমবার সকাল থেকে তাকে ঢাকায় পাওয়া যায়নি। সোমবার রাত ১০টা পর্যন্ত শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী রাজধানীর বনানীর বাসায় অবস্থান করেন। তবে রাতেই তার দেশত্যাগ করার কথা ছিল বলে একটি সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনার পদত্যাগ হলে সারাদেশ জুড়ে এখন উৎসবরে আমেজ বইছে। পড়া-মহল্লা থেকে শুরু করে সব জায়গায় এখন উৎসবের আমেজ বইছে।

Spread the love

আর্কাইভ

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031