সিলেট ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৪
প্রতিনিধি/বিশ্বনাথঃঃ
অধ্যক্ষের বিরুদ্ধে অসংখ্য অনিয়ম-দূর্নীতির অভিযোগ এনে বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নু’মান আহমদের অপসারণের দাবিতে মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল থেকে মাদ্রাসা ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন ছাত্র-জনতা ও অভিভাবকেরা।
কিন্তু বিক্ষোভের মধ্যে নিজের পদে অটল থাকায় বিক্ষোভ কর্মসূচি চালিয়েই যান ছাত্র-জনতা ও অভিভাবকবৃন্দ।
অবশেষে বিক্ষোভের এক পর্যায়ে ২টার দিকে মাদ্রাসার সভাপতি বরাবরে লিখিত দিয়ে মাদ্রাসার প্রভাষক মাওলানা নাজিম উদ্দিনের কাছে ‘অধ্যক্ষ’র দায়িত্ব হস্তান্তর করেন মাওলানা নু’মান আহমদ। মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহন করেন প্রভাষক মাওলানা নাজিম উদ্দিন। এরপর বিক্ষোভ কর্মসূচি স্থগিত করেন আন্দোলনকারী ছাত্র-জনতা ও অভিভাবকবৃন্দ।
এদিকে মাওলানা নু’মান আহমদের পদ ছাড়ার বিষয়টি মাইকে ঘোষণা করে সবাইকে জানিয়ে দেন বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার। সাথে সাথে মাওলানা নু’মান আহমদের পদ হস্তান্তরের লিখিত আবেদনের কপি আন্দোলনকারী ছাত্র-জনতা ও অভিভাবকবৃন্দকে দেখিয়েও দেন।
এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার সাইদুর রহমান, উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, বিশ্বনাথ থানার এসআই কবির আহমদ, এলাকার প্রবীন মুরব্বী মীর্জা রুস্তুম বেগ, আব্দুল হান্নান, পৌর জামায়াতের আমির মাষ্ঠার ইমাদ উদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মতিউর রহমান, পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুস সোবহান, সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম জুবায়ের, কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, তজম্মুল আলী রাজু, বিএনপি নেতা জসিম উদ্দিন জুনেদ, ইটালী প্রবাসী শাহজাহান আহমদ, যুবনেতা শাহজাহান আলী, দিলোয়ার হোসেন সজিব, ময়নুল ইসলাম, নজরুল ইসলাম, ছাত্রনেতা তাজুল ইসলাম সাজু, ফাহিম আহমদ, মুহিবুর রহমান বাদশা, রাসেল আহমদ, আনসার আলী, সুমন আহমদ, আকরাম আহমদ, মেহেদী হাসান মামুন, টিপু খান, মিজানুর রহমান, অমি খান, নাঈম ইসলাম, আল-আমিন, তানজিদ আহমদ, এম এ ইমরান আহমদ, শরীফ আহমদ, নিজাম উদ্দিন, শাকিল খান, আ ফ ম বখতিয়ার, হাবিবুর রহমান, ইয়াকুব আলী, অপূর্ব কুমার দাশ, লুৎফুর রহমান, মিছবাহ উদ্দিন, শামীম হোসেন, হাসান আলী মামুন প্রমুখ’সহ আইন শৃংঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিক ও বিপুল সংখ্যক ছাত্র-জনতা।