সিলেট ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৪
প্রতিনিধি/ছাতকঃঃ
ছাতকে সড়ক দুর্ঘটনায় সুবীর তালুকদার নামের মেট্রোপলিটন পুলিশের এক সার্জেন্ট নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় সিলেট-সুনামগঞ্জ সড়কের ছাতক উপজেলার রাউলী এলাকায় দুর্ঘটনায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত সুবীর তালুকদার দিরাই সদর উপজেলার বাসিন্দা এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের সার্জেন্ট পদে দায়িত্বরত বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সুবীর তালুকদার একটি মোটরসাইকেল যোগে দিরাই থেকে সিলেটের উদ্দেশ্যে যাওয়ার পথে সিলেট-সুনামগঞ্জ সড়কের রাউলী নামক স্থানে বিপরীত দিকে থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখী সংঘর্ষ ঘটে। এতে তার ব্যবহৃত মোটর সাইকেলটি দুমড়ে-মুছরে যায় এবং তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন।
ছাতক থানার অফিসার ইনচার্জ শাহ আলম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।