সিলেট ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৪
প্রতিনিধি/ছাতকঃঃ
ছাতকে আওয়ামীলীগ নেতা এড. আশিক আলী মালিকানাধীন ফিশারীজ এন্ড এগ্রো ফার্ম লিমিটেড নামক প্রতিষ্ঠানের মাছ লুট এবং প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার ভোরে উপজেলার নোয়ারাই ইউনিয়নের মৌলা ফিশারীজ এন্ড এগ্রো ফার্ম লিমিটেডে এ ঘটনা ঘটে। ফার্মের ম্যানেজার মখলিছুর রহমান জানান, ২৫ একর ভুমির উপর প্রতিষ্ঠিত এবং দুটি অংশে বিভক্ত খামার দুটিতে রয়েছে ১৭টি পুকুর এবং একটি হ্যাচারি। একটি হতে অপর খামারের দূরত্ব প্রায় আধ কিলোমিটার হওয়ায় দুই অংশে রাতে পাহারা দেয়ার জন্য রয়েছে পৃথক দু’জন নৈশ প্রহরী। মঙ্গলবার একটি অংশের প্রহরী পারিবারিক সমস্যাজনীত কারনে ছুটিতে চলে যায়। ওই রাতে তিনি নিজে এবং অপর নৈশ প্রহরীকে নিয়ে রাতভর দু’ খামার পাহারা দিয়ে শেষ রাতে এসে ঘুমিয়ে পড়েন তারা। নৈশ প্রহরী না থাকার সুবাধে ভোরের দিকে একদল দুর্বৃত্ত খামারের মাছ লুটে নিয়ে যায়।
এসময় প্রহরীর থাকার ও মাছের খাবার রাখার ঘরে আগুন লাগিয়ে দেয় তারা। মাছ লুট, ঘরসহ মাছের খাবার পুড়ে যাওযায় প্রায় ৬ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে ফার্মের ম্যানেজার জানিয়েছেন।
তিনি জানান, বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে খামারের পরিচালক এড. আশিক আলী এখানে আসেন না। মামলার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।
ছাতক থানার অফিসার ইনচার্জ শাহ আলম জানান, এ বিষয়ে থানায় কোনো সংবাদ বা অভিযোগ আসেনি