সিলেট ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২৪
প্রতিনিধি/ধর্মপাশাঃঃ
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও বাদশাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
দেশব্যাপী পদত্যাগের নামে শিক্ষকদের গায়ে হাত তোলা ও হেনস্তাকরাসহ জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার প্রতিবাদে বাদশাগঞ্জ বাজারে বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ধর্মপাশা উপজেলার শিক্ষার্থীরা এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেয়। উপজেলার বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের সামনের সড়ক থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বাদশাগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে বাদশাগঞ্জ ডিগ্রি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ধর্মপাশা উপজেলার শিক্ষার্থী জহিরুল ইসলাম, আজহারুল ইসলাম দীপ্ত, ওলিউজ্জামান সুমন, মোল্লা মাহমুদ হাসান, রিফাত হাসান জনি, আইমান প্রমুখ।