নবীগঞ্জে ছুরিকাঘাত: ৫ দিন পর সিএনজি চালকের মৃত্যু

প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২৪

নবীগঞ্জে ছুরিকাঘাত: ৫ দিন পর সিএনজি চালকের মৃত্যু

প্রতিনিধি/নবীগঞ্জঃঃ
ঢাকা সিলেট মহা সড়কের  নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের সৈয়দপুর বাজার স্ট্যান্ডে ছুরিকাঘাতে আহত সিএনজি চালক হাফিজুর রহমান (৩৯) ঢাকা একটি হাসপাতালের আইসিইউতে ৫ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে গত বৃহস্পতিবার বিকাল সাড়ে ৬ টার দিকে মৃত্যুবরণ করছেন।

 

স্থানীয় সূত্রে জানাযায়, গত রবিবার দিবাগত সন্ধ্যা রাতে হাফিজুর মিয়াকে সৈয়দপুর স্ট্যান্ডে কথা কাটাকাটির এক পর্যায়ে ছুরি দিয়ে  আঘাত করে আরেক শ্রমিক চৈতন্যপুর গ্রামের আহাদ মিয়ার পুত্র শিপন মিয়া (৩০)। আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থার অবনতি দেখে ঢাকার একটি হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে ৫ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে চিরতরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

মৃত্যুর খবর চতুরদিকে ছড়িয়ে পড়লে এলাকায় দেখা দেয় উত্তেজনা। গত বৃহস্পতিবার  রাত সাড় ৮ টায় ঘাতক শিপনের গ্রেফতারের দাবীতে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দপুর বাজারে বিক্ষোভ মিছিল করেন স্থানীয় শ্রমিক- জনতা।

 

শনিবার বিকালে উমরপুর ঈদগা ময়দানের তার জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাপন করা হয়েছে।

 

এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাসুক আলীর সাথে কথা হলে তিনি বলেন, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Spread the love

আর্কাইভ

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031