সিলেট ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২০
প্রতিনিধি/বিশ্বনাথ
সিলেটের বিশ্বনাথে শুক্রবার বিকেলে উপজেলার নতুন বাজারের সবজি-ফলমূল-মুদির দোকান ও মাছ বাজারের ব্যবসায়ীদের মধ্যে বিনামূল্যে হ্যান্ডগ্লাপস বিতরণ করা হয়েছে। এসময় সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য প্রত্যেকটি দোকানের সামনে ক্রেতারা দাঁড়িয়ে নিত্যপ্রয়োজনীয় মালামাল ক্রয়ের জন্য বৃত্ত (দূরত্ব ছক) অলংকরণ করা হয়। বিশ্বনাথ নতুন বাজার বণিক কল্যাণ সমিতি ও বিশ্বনাথ থিয়েটারের যৌথ উদ্যোগে হ্যান্ডগ্লাপস বিতরণ ও বৃত্ত অলংকরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ নতুন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি শামীম আহমদ, কমিশনার এমদাদ হোসেন নাঈম, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, বিশ্বনাথ থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি কামাল মুন্না, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, বিশ্বনাথ থিয়েটারের সভাপতি আনহার আলী, সাধারণ সম্পাদক নবীন সোহেল, যুগ্ম সম্পাদক মুহিন আহমদ প্রমুখ।