সিলেট ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৭ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২৪
জেলা প্রতিনিধিঃঃ
সিলেট মহানগরীর মুরাদপুর বাজার সংলগ্ন এলাকা থেকে প্রায় ১৬ লাখ টাকার ভারতীয় চিনির চালান জব্দ করেছে শাহপরাণ (রহ.) থানাপুলিশ। বুধবার বিকেল সাড়ে ৪টার সময় চিনির চালানটি জব্দ করা হয়।এসময় চোরাচালানের সাথে জড়িত ট্রাকের চালককে আটক করে পুলিশ।
আটককৃত চালক রাজশাহী জেলার দামকুড়া থানার জোতরাবন গ্রামের মো. মোসলেম উদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম (৪২)।
পুলিশ জানায়, একটি ট্রাকে ১৩ হাজার ১৮১ কেজি ভারতীয় চিনি ২৬৯টি বস্তায় করে পাচার করছিল চোরাকারবারীরা। খবর পেয়ে পুলিশ ট্রাকটি আটক করে চিনি জব্দ করে। জব্দকৃত চিনির বাজার মূল্য ১৫ লাখ ৮১ হাজার ৭২০ টাকা বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিট পুলিশের মিডিয়া অফিসার, অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।