সিলেট ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৪
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃঃ
হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ইয়াবাসহ এক মাদক ব্যবাসয়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে ২২৫ পিস ইয়াবা সহ সবুজ মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৫ অক্টোবর) ভোররাত অনুমান ৪টার সময় পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী, নবীগঞ্জ উপজেলার ১১নং গজনাইপুর ইউনিয়নের রামলু গ্রামের লেবু মিয়ার পুত্র সবুজ মিয়া (৩২)।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামাল হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত সবুজ মিয়াকে হবিগঞ্জ আদালতে হাজির করলে বিজ্ঞ আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।