সিলেট ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২৪
প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
সিলেটের ওসমানীনগরে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে উপজেলার তাজপুর ইউয়িনের বরায়া কাজিরগাঁও (নোয়াবাড়ী) গ্রামে তাজপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সভায় প্রধান অতিথি ছিলেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিসবা।
ওয়ার্ড বিএনপির সভাপতি আকলুছ আলীর সভাপতিত্বে ও তাজপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক নাজমুল ইসলামের পরিচালনায় কর্মী সভায় বিশেষ অতিথি ছিলেন,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জমিরসহ আরো অনেকেই।
সভায় বক্তারা বলেন, তৃণমূল বিএনপিকে উজ্জিবিত করণের পাশাপাশি বিএনপির ঘাটি খ্যাত প্রবাসী অধ্যুষিত ওসমানীনগরে দলীয় আন্দোলন সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ রাখার প্রচেষ্ঠায় প্রতিটি ওয়ার্ডে কর্মী সভার আয়োজন করা হচ্ছে। দির্ঘ ১৭ বছর নির্যাতন,হামলা, মামলা নৈরাজ্য নিপিরণ সহ্য করেও বিএনপি মাঠে রয়েছে, এই কঠিন ঐক্য আমাদের ধরে রাখতে হবে। ৫ আগস্ট স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের পালিয়ে যাওয়ার পর অন্তবর্তী কালিন বর্তমান সরকারের কাছ থেকে একটি সুষ্ঠ নির্বাচন আদায়ের মাধ্যমে জাতীয়তাবাদি সরকার প্রতিষ্ঠা না করা পর্যন্ত আমরা রাজপথে থাকবো।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, উলামা দল, ছাত্রদলসহ সংগঠনের অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।