সিলেট ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২৪
প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
সিলেটের ওসমানীনগর থানা ভবনের পাশে একটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরি সংগঠিত হয়েছে। শুক্রবার রাতে থানা সংলগ্ন ঝলক ম্যানশন এর সাগর ভেরাইটিজ ষ্টোরে এই ঘটনা ঘটে।
প্রতিষ্ঠানের ব্যবসায়ী গোবিন্দ কুমার দেব জানান, প্রতিদিনের ন্যায় তিনি শুক্রবার রাতে দোকনে তালা দিয়ে বাড়িতে চলে যান। শনিবার সকালে খবর পেয়ে দোকানে গিয়ে দেখতে পান দোকান চুরি হয়েছে। দোকানের সামনের স্যাটারের তালা ভেঙে চুরদল দোকানের ভিতর প্রবেশ করে নগদ ১০ হাজার টাকা, সিগারেট এবং বিভিন্ন ধরনের দামী মালামাল সহ প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে। বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্য মোনায়েম মিয়া বলেন, থানার সামনে দোকান চুরি হওয়ার বিষয়টি শুনেছি। ভবিষ্যতে এ ধরনের চুরির ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যাবস্থা করবে পুলিশ।