সিলেট ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৪
জেলা প্রতিনিধিঃঃ
মোগলাবাজার থানা পুলিশের অভিযানে ২২ লাখ টাকা মূল্যের ১০ হাজার ৫৩৫ কেজি ভারতীয় আপেল উদ্ধার করেছে পুলিশ। এসময় একটি কাভার্ড ভ্যানসহ গ্রেফতার হয়েছেন তিন চোরাকারবারী।
গত শনিবার দুপুরে মোগলাবাজারের চারমাইল হাজীরবাজার এলাকার সিলেট-গোলাপগঞ্জ সড়কে এই আপেলের চালান জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- নাজিম উদ্দিন (২৬), জুনেদ আহমদ (৩২) ও মো. নুর হোসেন (৪২)।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও এ ঘটনায় পলাতক অজ্ঞাতনামা ৫-৬ জনকে গ্রেফতারের লক্ষে অভিযান অব্যাহত আছে।