গ্রেটার ভাড়েরা ডেভলপমেন্ট অর্গানাইজেশন ইউ‘কের কার্যকরী কমিটি পুনঃগঠন

প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৪

গ্রেটার ভাড়েরা ডেভলপমেন্ট অর্গানাইজেশন ইউ‘কের কার্যকরী কমিটি পুনঃগঠন

প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের যুক্তরাজ্য প্রবাসীদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন গ্রেটার ভাড়েরা ডেভলপমেন্ট অর্গানাইজেশন ইউ‘কের কার্যকরি কমিটি পুনঃ গঠন করা হয়েছে।

 

যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটির জনপ্রিয় ঐতিহ্যবাহী সংগঠনের কার্যকরি কমিটি পুনঃ গঠনের ফলে নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়েছেন সংগঠনের সদস্যরা। প্রবাসে থেকে ও নিজ এলাকার আত্মসামাজিক উন্নয়নের পাশাপাশি অসহায় মানুষদের সহায়তায় গঠিত সংগঠনটির কার্যক্রমও স্থানীয়দের কাছে বেশ প্রশংসীত।

 

সম্প্রতি কার্যকরী কমিটি পুনঃগঠন উপলক্ষে গ্রেটার ভাড়েরা ডেভলপমেন্ট অর্গানাইজেশন ইউ‘কের ভার্চুয়ালি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বাতিরুল হক সরদার। সাধারণ সম্পাদক এন আলম রিপনের পরিচালনায় সভায় সদস্যদের ঐক্যমতের ভিত্তিতে মোঃ লখন মিয়া কে কোষাদ্যক্ষ, আলী আকবরকে সাংগঠনিক সম্পাদক, মাওলানা আব্দুল মুকিত শাহিনকে সহ-সাংগঠনিক, আমরুজ আলী ও মোঃ শেবুল মিয়াকে কার্যকরী সদস্য মনোনীত করে ২১ সদস্য পূর্ণাঙ্গ কমিটি পুনঃগঠিত করা হয়।

 

সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জব্বার, সহ-সভাপতি জিতু মিয়া সরদার, জাহেদ আহমেদ, হুসেইন আহমেদ নেফুর, সিনিয়র যুগ্ন সম্পাদক জনাব সিতু কামাল, সহ-কোষাধ্যক্ষ মুনসুর আলম,সাংগঠনিক সম্পাদক মোঃ লখন মিয়া , সহ -সাংগঠনিক সম্পাদক আলী আকবর,ধর্ম বিষয়ক সম্পাদক সাজ্জাদুর রহমান সাজু, সিনিয় সদস্য সোয়েব আহমদ, উপদেষ্টা সদস্য আমরুজ আলী ও নতুন ট্রাস্টি মেম্বার মাওলানা আব্দুল মুকিত শাহীন।

 

সভায় বক্তারা বলেন, প্রবাসে থেকেও দেশের উন্নয়নের পাশাপাশি প্রবাসীদের দাবি বাস্থবায়নে কাজ করে যাচ্ছে গ্রটার ভাড়েরা ডেভলপমেন্ট অর্গানাইজেশন ইউ‘কে। সংগঠনের সদস্য ও উদেষ্টাদের আন্তরিকতায় ওসমানীনগরের অবহেলিত মানুষের কল্যাণে ধারাবাহিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।

 

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031