সিলেট ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৪
প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
সকল আন্দোলন সংগ্রামে সক্রিয় অংশগ্রহনের মাধ্যমে জাতীয়তাবাদি দল বিএনপির হাতকে শক্তিশালী ও তৃণমূল বিএনপিকে উজ্জিবিত করণের ধারাবাহিকতায় সিলেটের ওসমানীনগরে ওয়ার্ড বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে উপজেলার তাজপুর ইউনিয়নে ৪ নং ওয়ার্ডের চর ইসবপুর গ্রামে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আলাউদ্দিন।
ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাকির মিয়ার পরিচালনায় কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি দয়ামীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.টি.এম ফখর উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম আনা, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, আব্দুল জমির, সহ-সাংগঠনিক সম্পাদক তাজপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবির আহমদ, নুরুল ইসলাম রেজন, দপ্তর সম্পাদ এমাদ উদ্দিন লিলু, ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সহিদ, সাধারণ সম্পাদক জুনু মিয়া জেলা যুবদলের সহ-সভাপতি ফজল আহমদ জনি,সহ-সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন। বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবুল কালাম, সদস্য কবির আহমদ, এমদাদ আহমদ, উপজেলা স্বেচ্ছা সেবকদলের আহবায়ক রকিব আলী, যুগ্ম আহবায়ক লয়লুছ আহমদ, উপজেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি শাহেব আলী, ছাত্রদলের যুগ্ম আহবায়ক আল মাসুম আবীর, সদস্য হোসাইন আহমদ রুবেল প্রমুখ। সভায় উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে বিভিন্ন নির্যাতনের কথা তুলে ধরে সভায় বক্তারা বলেন, স্বৈারাচার আওয়ামী লীগ সরকার বিগত সময়ে দেশের উন্নয়নকে ধংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। পরিবার তান্ত্রিক রাজনীতি ও গনতন্ত্র বিহিন রাষ্ট্র পরিচালনা এই দেশের জনতা আগেও গ্রহন করেনি। স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেলেও স্বৈরাচারের সুবিধাভোগীরাও মাথাচাড়া দিয়ে উঠছে। আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। তারা নতুন ষড়যন্ত্র করছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে।