এ্যাম্বেুলেসযোগে অপহরণের চেষ্টা গাড়ি সহ অপহরনকারী আটক

প্রকাশিত: ১:১১ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২০

এ্যাম্বেুলেসযোগে অপহরণের চেষ্টা গাড়ি সহ অপহরনকারী আটক

বুলবুল আহম/নবীগঞ্জঃঃ

বিশ্ব কাপছে করোনা সহ নানান ভাইরাসের আতংকে। ঘর থেকে বের হতে পারছেনা মানুষ। সরকারের নির্দেশে ম্যাজেস্ট্রেট, পুলিশ ও সেনাবাহিনী শহর, বাজার সহ ওলিগলিতে মহড়া দিচ্ছেন। কমকল বাহিনীর ইউনিটও সব সময় প্রস্তুত রয়েছে। এর মধ্যে অবিনব কাদয়াস এ্যাম্বুলেন্স যোগে ১০ বছরের এক শিশুকে অপহরন করে নিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক অপহরনকারীকে। খবর পেয়ে পুলিশ অপহৃত মেয়ে ও অপহরনকারী ছেলেকে থানায় নিয়ে আসা হয়। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার সন্ধা অনুমান ৭টার সময়।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, নবীগঞ্জ উপজেলার নবীগঞ্জ টু শেরপুর সড়কের সালামতপুর পেট্টোলপাম্পের সামনে ঐ এলাকার কোমলমতি শিশু কিশোররা বিকাল থেকে সন্ধার পর পর্যন্ত খেলা ধূলায় ব্যস্ত থাকে। এর মধ্যে হঠ্যাৎ একটি এ্যাম্বুলেন্স সালামতপুর পেট্টোলপাম্বের সন্নিকটে রেখে সালামতপুর গ্রামের শাহাবুদ্দিনের কন্যা রোকসানা (১০) কে নানা প্রলোভন দেখিয়ে তাকে গাড়িতে তুলে অপহরণকারী আউশকান্দির দিকে চলে যায়। এ সময় শিশু রোকসানার সাথে থাকা খেলার সাথিরা রোকসানা পরিবারকে ও আত্মীয়- স্বজনদেরকে দৌড়ে দৌড়ে গিয়ে প্রচার করতে থাকে যে রোকসানাকে গাড়িত তুলিয়া লইয়া যারগি।

 

স্থানীয়রা আরো জানান, ঘটনার সময় আশপাশে উপস্থিত অনেকেই প্রতিবাদ করতে চাইলেও করেনি! একটি ভাইরাসের কারণে আজ সারা বিশ্বের জরুরী অবস্থা জারি করেছেন। তাই দেখে ও না দেখার বাহান করছেন। সবাই ইয়া নফছি ইয়া নফছি, আল্লাহু আকরাব বলতে আছেন। এর মধ্যে উপস্থিত যারা ছিলেন, তারা ভাবছেন না যে এটা অপহরন হচ্ছে।

 

তারা মনে করছিল করোনা ভাইরাসের মনে হয় কোন কিছু তাই তারা ভয়ে অন্ধকারে আত্মগোপন করেন। পরে ঐ লোকজন সহ শিশু রোকশানার সহপাঠিরা তার বাড়িতে এ খবর দিয়ে তাদের নিজ নিজ বাড়িতে চলে আসে তাদের পরিবারবর্গের কাছে বিষয়টি বলতে থাকে এ সময় তারা চতুর দিকে মোবাইল ফোনে এ বিষয়টি অবগত করলে তাৎক্ষনিক ভাবে সচতেন লোজকন বাংলাবাজারে এই এ্যাম্বুলেন্সটি আটক করে শিশুটিকে তার গাড়ি থেকে উদ্ধার করেন।

 

খবর পেয়ে নবীগঞ্জ থানার অপারেশন (ওসি) আমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলশি ঘটনাস্থলে পৌচ্ছে মেয়েটিকে উদ্ধার করে অপহরনকারীকে গ্রেফতার করে নবীগঞ্জ থানায় নিয়ে আসেন। এ ব্যাপারে নবীগঞ্জ থানার (ওসি) অপারেশন আমিনুল ইসলাম এর সাথে আলাপকালে তিনি বলেন, এ ঘটনার সংবাদ পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পৌছে অপহৃত মেয়েকে উদ্ধার ও অপহরন কারিকে গ্রেফতার করে থানায় নিয়ে এসেছি। গ্রেফতারকৃত আসামী সিলেট জেলার বালাগঞ্জ থানার মামালপুর গ্রামের মৃত রফিক মিয়ার পুত্র সুন্দর আলী (৩৫)। তিনি আরো বলেন, এ ঘটনায় সুষ্ট তদন্ত সাক্ষেপে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930