ওসমানীনগরে ব্রাইট লাইফ ইংলিশ মিডিয়াম স্কুলের বিতর্ক প্রতিযোগিতা

প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২৪

ওসমানীনগরে ব্রাইট লাইফ ইংলিশ মিডিয়াম স্কুলের বিতর্ক প্রতিযোগিতা

প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
সিলেটের ওসমানীনগরে ব্রাইট লাইফ ইংলিশ মিডিয়াম স্কুলের ৬ বছর পুর্তি উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে গোয়ালাবাজরস্থ একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ব্রাইট লাইফ ইংলিশ মিডিয়াম স্কুলের পরিচালক জুনেদ আহমদ।

 

এসময় বক্তারা বলেন, বিগত ৬ বছর ধরে সুনামের সহিত শিক্ষা ক্ষেত্রে অবদান রাখছে ব্রাইট লাইফ ইংলিশ মিডিয়াম স্কুল। স্কুলের শিক্ষার্থীদের মধ্যে মেধার মূল্যায়নের ভিত্তিতে ক্লাস পরিচালনার পাশাপাশি সুষ্ট শিক্ষার পরিবেশে বিদ্যালয় পরিচালনায় দিন দিন এগিয়ে যাচ্ছে বিদ্যালয়টি। বিদ্যালয়ে মান সম্মত শিক্ষা ও শিক্ষার্থীদের সাথে মমতাময়ী আচরণের ধারাবাহিকতা অব্যাহত রাখার আহবান জানান বক্তারা।

 

বিদ্যালয়ের শিক্ষক মো: আব্দুল হালিমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রদান শিক্ষক সামসুল ইসলাম, তাজপুর ডিগ্রি কলেজের প্রভাষক আমিনুল ইসলাম, গোয়ালাবাজার আদর্শ মহিলা কলেজের প্রভাষক সাইদুল ইসলাম, ইয়াহইয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ সাইফ উদ্দিন, প্রথমপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র, ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ ফয়ছল আহমদ, ওসমানীনগর প্রেসক্লাবের সভাপতি শরীফ আহমদ চৌধুরী।

 

বক্তব্য রাখেন, প্রথম পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হাবিব আহমদ চৌধুরী, বিদ্যালয়ের শিক্ষক মোহন আহমেদ, আব্দুল হালিম, রাজু মিয়া, সঞ্জয় দেব, আলমগীর হোসেন, শাহরিন বেগম, ফাতেমা বেগম, কাউছার আলী, দিলারা বেগম, মসজিদুল ইসলাম, ইসতিয়াক হোসেন, ফাতেমা বেগম,সাদিয়া বেগম অভিভাবক আনছার মিয়া চৌধুরী, সাকির চৌধুরী প্রমুখ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031