সিলেটে যুবদল কর্মী হত্যা,সন্দেহজনক আটক-৬

প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৪

সিলেটে যুবদল কর্মী হত্যা,সন্দেহজনক আটক-৬

জেলা প্রতিনিধিঃঃ

সিলেট মহানগরের শাহপরাণ থানা এলাকায় বিলাল আহমদ মুন্সী (৩৫) নামে এক যুবক হত্যা ঘটনায় এখনো মামলা হয়নি। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৬ জনকে আটক করা হয়েছে।

 

সোমবার (২৫ নভেম্বর) রাত ১০টার দিকে শাহপরাণ থানাধীন বাহুবল এলাকায় দুই পক্ষের সংঘর্ষে নিহত হন বিলাল। জানা যায় তিনি স্থানীয় যুবদলের কর্মী ছিলেন। নিহত বিলাল আহমদ মুন্সী (৩৫) শাহপরাণ বাহুবল আবাসিক এলাকার জহুরুল ইসলামের ছেলে।

 

পুলিশ সূত্রে জান যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত কয়েকদিন থেকে এলাকায় দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে সোমবার সন্ধ্যায় একটি সালিশ বসে। কিন্তু সেখানে সমাধান না হওয়ায় আবার দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে গুরুতর আহত হন ঐ যুবক। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নিহতের লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাদ আছর তার জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা। এ ঘটনায় এখনো মামলা দায়ের হয় নি। তবে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ৬ জনকে আটক করেছে। ঘটনার তদন্ত করছে পুলিশ। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031