জগন্নাথপুরে ঐতিহ্যবাহী পলো বাওয়া উৎসবে সৌখিন জনতার ঢল

প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২৪

জগন্নাথপুরে ঐতিহ্যবাহী পলো বাওয়া উৎসবে সৌখিন জনতার ঢল

জগন্নাথপুর/কলি বেগমঃঃ

সুনামগঞ্জের জগন্নাথপুরে গ্রাম বাংলার চিরচেনা ঐতিহ্যবাহী পলো বাওয়া উৎসব অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের মতো এবারো জগন্নাথপুর পৌর শহরের ভবেরবাজার খালে এ উৎসব অনুষ্ঠিত হয়।

 

মঙ্গলবার সকাল ১০ থেকে বেলা প্রায় ২ পর্যন্ত অনুষ্ঠিত উৎসবে স্থানীয় সৌখিন জনতার ঢল নামে। এতে স্থানীয় ইসহাকপুর, লুদরপুর, এনায়েতনগর, শ্বাসনহবি, দুর্গাপুর, রতিয়ারপাড়া সহ বেশ কয়েকটি গ্রামের অসংখ্য সৌখিন শিকারি জনতা মাছ ধরে বিভিন্ন সাইজের পলো এবং বিভিন্ন ধরণের জাল নিয়ে উৎসবে অংশ গ্রহণ করেন। শীতের সকালে ঠান্ডা পানিতে নেমে মাছ ধরার মজাই আলাদা।

 

তাই সব শ্রেণি-পেশার সৌখিন জনতা সারিবদ্ধ ভাবে পলো এবং জাল নিয়ে উৎসবে অংশ নিয়েছেন বলে স্থানীয়রা জানান।

 

এ সময় পলো বাওয়া উৎসব দেখতে খালের দুই পারে উৎসুক জনতা ভিড় জমান। এতে বোয়াল, রুই, শোল সহ বিভিন্ন জাতের দেশীয় মাছ ধরা পড়েছে। উৎসবে অংশ নিয়ে সবাই কমবেশি মাছ পেয়ে বেজায় আনন্দিত হয়েছেন শিকারীরা।

 

এছাড়া পলো বাওয়া উৎসবটি গ্রাম বাংলার ঐতিহ্যের অংশ। প্রতি বছর ভবের বারজার খালে এলাকাবাসীর উদ্যোগে পলো বাওয়া উৎসব হয়ে থাকে।

 

এরই ধারাবাহিকতায় এবারো পলো বাওয়া উৎসব হয়েছে বলে পলো বাওয়া উৎসব দেখতে যাওয়া স্থানীয়দের মধ্যে অনেকে জানান।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031