জামালগঞ্জে উপজেলা বিএনপি’র কর্মী সভা

প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২৪

জামালগঞ্জে উপজেলা বিএনপি’র কর্মী সভা

প্রতিনিধি/সুনামগঞ্জঃঃ

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা বিএনপি’র আয়োজনে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক এড. নূরুল ইসলাম নূরুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাদের আহমদ, আনিসুল হক, আব্দুল মোতালিব খান, আনসার উদ্দিন, সেলিম উদ্দিন আহমদ, নজরুল ইসলাম, রেজাউল হক, আ.ত.ম মিসবাহ, শফিকুল ইসলাম, সিরাজুল ইসলাম, আবুল কালাম আজাদ, প্রয়াত সাবেক জেলা বিএনপি সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজির হোসেনের সহধর্মিণী সালমা আক্তার, যুক্তরাজ্য আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্র নেতা ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন, জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মালিক, শাহ্ মো. শাহজাহান, সাবেক ছাত্রনেতা আজিজুর রহমান আজিজ, জুলফিকার চৌধুরী রানা, গোলাম রব্বানী আফিন্দী, এমরান হোসেন রুবেল ও নূরে আলম ফরায়েজী প্রমুখ।

 

এসময় কলিম উদ্দিন আহমদ মিলন তাঁর বক্তব্যে বলেন, ‘গত ১৬ বছরে আমরা কথা বলতে পারি নাই’। হত্যা, গুম, গ্রেপ্তার করে আমাদের ওপরে নির্যাতন করা হয়েছে। গত ৫ আগষ্ট ছাত্র জনতার আন্দোলনের তোপের মুখে ফ্যাসিস্ট আওয়ামী সরকার পালাতে বাঁধ্য হয়েছে। আমরা এখন স্বাধীন দেশে বসবাস করছি।

 

এছাড়াও বক্তারা বলেন, অন্তবর্তীকালীন সরকারের কাছে আমাদের একটাই দাবি, দীর্ঘ ১৬ বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি। তাই অনতিবিলম্বে অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচন দেয়ার দাবি জানান।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031