আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে আউশকান্দি ছাত্র-জনতার বিক্ষোভ

প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২৪

আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে আউশকান্দি ছাত্র-জনতার বিক্ষোভ

বুলবুল আহমেদ/নবীগঞ্জঃঃ

আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার প্রতিবাদে সারা বিশ্বের মুসলিম ধর্মালম্বী মানুষ ফুসে ওঠেছে। এতে সারাদেশের ন্যায় আইনজীবী সাইফুল ইসলাম হত্যা ও ইসকন নিষিদ্ধের প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নবীগঞ্জের আউশকান্দি ছাত্র-জনতা।

 

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুর ১টা দিকে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ গেইটের সামন থেকে ছাত্র-জনতা বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে আউশকান্দি হীরাগঞ্জ বাজার হয়ে ঢাকা- সিলেট মহা সড়কের শহীদ কিবরিয়া চত্বর হয়ে পূর্ণ:রায় আউশকান্দি স্কুল ও কলেজ গেইটের সামনে এসে জড়ো হয়ে তারা এক প্রতিবাদ সমাবেশে তারা বক্তব্য রাখেন। 

 

এতে তারা তাদের বক্তব্যে বলেন, আমাদের দেশে সব ধর্মের সহাবস্থান আছে, আমরা সবার অধিকার রক্ষা নিয়ে কাজ করছি। কিন্তু ধর্মের দোহাই দিয়ে উগ্রবাদী সংগঠন পরিচালনা করলে বাংলাদেশে এক হাত জায়গাও তাদের দেওয়া হবে না। আমার ভাই সাইফুলকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই ইসকনকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে নিষিদ্ধ করতে হবে। আমরা ভুলে যাইনি, কীভাবে এই ইসকন স্বৈরাচারী আওয়ামী লীগের সহায়তায় ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করছে। ভারতে বসে যতই ষড়যন্ত্রের চেষ্টা করা হোক না কেন, আমরা বাংলাদেশের মানুষ সেই ষড়যন্ত্র রুখে দাড়াবে। আমরা বলে দিতে চাই, আওয়ামীলীগের পুনর্বাসন এই বাংলাদেশে আর হবে না। আমরা সব ধর্মের প্রতি সহানুভূতিশীল। কিন্তু কেউ যদি সহানুভূতিকে দুর্বলতা মনে করে, তাহলে ছাড় দেওয়া হবেনা। আমরা ১৬ বছরের খুনি হাসিনাকে দেশছাড়া করেছি। এমন জঙ্গি ইসকনকে দেশছাড়া করা আমাদের কাছে হাতের ময়লা মাত্র। এই দেশের মানচিত্রের দিকে দিল্লি থেকে কেউ হাত বাড়ালে সেই হাত ভেঙে গুটিয়ে রেখে দেওয়া হবে। সেটা চিন্ময় কৃষ্ণ, ইসকন, আনসার লীগ-যে রূপেই হোক, দেশের মানুষ সেই হাত ভেঙ্গে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031