আইনজীবী সাইফুল হত্যায় ৩ দিন পর বাবা-ভাইয়ের ২ মামলা

প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২৪

আইনজীবী সাইফুল হত্যায় ৩ দিন পর বাবা-ভাইয়ের ২ মামলা

লন্ডন বাংলা ডেস্কঃঃ

চট্টগ্রাম আদালত চত্বরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার তিন দিন পর দুটি মামলা করেছেন তার স্বজনেরা। শুক্রবার দিবাগত রাতে চট্টগ্রাম কোতয়ালি থানায় মামলা দুটি করা হয়।

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল করিম শনিবার গণমাধ্যমকে জানান, সাইফুল ইসলামকে হত্যার ঘটনায় তার বাবা জামাল উদ্দিন ও ছোট ভাই খান এ আলম বাদী হয়ে মামলা দুটি করেছেন।

জামাল উদ্দিন ৩১ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১০ থেকে ১৫ জনকে। আর আদালত চত্বরে ভাঙচুর ও হামলার ঘটনায় সাইফুলের ভাই খান এ আলম বাদী হয়ে ১১৬ জনকে আসামি করে আরেকটি মামলা করেছেন।

 

সাইফুলের পরিবারের পক্ষ থেকে বলা হয়, দাফন-কাফন ও পারিবারিক শোক কাটিয়ে উঠতে সময় লাগায় মামলা করতে বিলম্ব হয়েছে। মামলায় নিরীহ কাউকে নয়, ঘটনার ভিডিও ফুটেজ দেখে প্রকৃত দোষীদেরই আসামি করা হয়েছে।

এদিকে, ২৬ নভেম্বর আদালতে ইসকন ও চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের পুলিশের কাজে বাধা ও হামলার ঘটনায় ৩টি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় ইসকনের সঙ্গে সম্পৃক্ত ৭৬ জনের নাম উল্লেখ করে ১ হাজার ৪০০ জনকে আসামি করা হয়েছে। পুলিশ ঘটনার পর থেকে এখন পর্যন্ত ৩৮ জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার সঙ্গে ১৪ জনকে চিহ্নিত করেছে।

 

পুলিশ বলছে, বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

 

বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ও কারাগারে পাঠানোকে কেন্দ্র করে গত ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে চিন্ময়ের অনুসারীদের সংঘর্ষ হয়। সংঘর্ষের একপর্যায়ে আদালত ভবনের মূল ফটকের সামনে রঙ্গম সিনেমা হল-সংলগ্ন এলাকায় সহকারী পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়।

Spread the love

আর্কাইভ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031