রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৪

রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

লন্ডন বাংলা ডেস্কঃঃ

জাতীয় ঐক্যের ডাক দেওয়ার প্রস্তুতি হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক বসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ বুধবার বিকেলে ৪টায় রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে বৈঠকটি শুরু হয়।

এর আগে বিকেল সাড়ে ৩টা থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আসতে শুরু করেন।

 

বিএনপির স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধিদল বৈঠকে অংশ নিয়েছে। প্রতিনিধিদলের অন্যরা হলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন।

জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নিয়েছে। গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিও বৈঠকে অংশ নিয়েছেন।

 

তবে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি জাতীয় পার্টিকে (জাপা)। দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

এর আগে, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়াজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, আজ মঙ্গলবার সন্ধ্যার পর, বুধ ও বৃহস্পতিবার দেশের সব ছাত্র সংগঠন, রাজনৈতিক দল ও ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখান থেকে জাতীয় ঐক্যের ডাক দেবেন তিনি।

 

শফিকুল আলম বলেন, মঙ্গলবার সন্ধ্যা ৬টার পর থেকে সাড়ে ৭টা পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, আন্দোলনে থাকা অন্য ছাত্র সংগঠনগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করবেন ড. ইউনূস। পরদিন বুধবার বিকেল ৪টার দিকে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এরপরের দিন ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।  বৈঠক থেকে জাতীয় ঐক্যের ডাক দেবেন প্রধান উপদেষ্টা।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031