নবীগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে পৌর বিএনপির সভা

প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২৪

 নবীগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে পৌর বিএনপির সভা

বুলবুল আহমেদ/নবীগঞ্জঃঃ

স্বাধীননতার ৫২ বছর পর নবীগঞ্জে মুক্ত দিবস পালন না করার সংবাদ বিভিন্ন অনলাইন, প্রিন্ট ও যোগাযোগ মাধ্যমে ফেইসবুক এ নিয়ে লেখালেখি হলে বিষয় সবার নজরে আসে।  এতে, গতকাল শুক্রবার (৬ ডিসেম্বর) বিকালে  শহরের শহীদ আজমত আলী চত্তরে ঝাঁকজমক ভাবে পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন ও মহিবুর রহমান এর  পরিচালনা আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানের আলোচনার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, নবীগঞ্জ পৌর বিএনপির ১ম সদস্য আনোয়ার হোসেন মিঠু।  উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সরফরাজ আহমেদ চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিদুল করিম মজিদ ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক অরবিন্দু রায়।

 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সদস্য জয়নাল আবেদীন, পৌর বিএনপির ১নং ওয়ার্ড সভাপতি আব্দুল মালিক, ৪নং ওয়ার্ড সভাপতি আব্দুল ওয়াহিদ খোয়াজ, ৫নং ওয়ার্ড সভাপতি আব্দুস শহিদ, ২নং ওয়ার্ড সহ সভাপতি আছমত আলী, ৬নং ওয়ার্ড সহসভাপতি ইসলাম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল মোহিত চৌধুরী লাল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অলিউর রহমান অলি, পৌর বিএনপি নেতা মনসুর আলী, আব্দুস সোবহান, কবির আহমেদ, জিতু মিয়া, দাইম উদ্দিন, সবুর মিয়া, বদর উদ্দিন, জুনাব আলী, উপজেলা মহিলা দলের আহ্বায়ক শ্যামেলা বেগম, পৌর মহিলা দলের নেত্রী সাবেক কাউন্সিলর রোকেয়া বেগম, মহিলা দলের কবিরুন বেগম, লালফুল বেগম, রত্না বেগম, পারভীন বেগম, সুদানা আক্তার, পৌর ছাত্রদলের আহ্বায়ক সোহাগ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক ফেরদৌস হাসান অনিক, উপজেলা ছাত্র দলনেতা তৌহিদুল ইসলাম শয়ন, মো: মজিদ মিয়া, শাহজাহান আহমেদ, নাদিম আহমেদ, পৌর ছাত্রদল নেতা অন্তর আহমেদ সহ আরো অনেকেই।

 

সভায় বক্তারা ৬ ডিসেম্বর নবীগঞ্জ মুক্ত দিবস নিয়ে বিস্তার আলোচনা করেন। আগামীতে এভাবে আলোচনা সভা অনুষ্ঠানের ধারাবাহিকতা অব্যাহত রাখার অঙ্গীকার করেন বক্তারা।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031