ওসমানীনগরে সাজ্জাদ ফাউন্ডেশন অসহায় মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে

প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২৪

ওসমানীনগরে সাজ্জাদ ফাউন্ডেশন অসহায় মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে

প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
সিলেটের ওসমানীনগরে  সাজ্জাদ ফাউন্ডেশন অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ভাগ্য উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আর্থিক সহায়তার মাধ্যমে এই প্রতিষ্ঠানটি এলাকার দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ব্যাপক অবদান রেখে চলেছে যুক্তরাজ্য প্রবাসী সাজ্জাদুর রহমানের প্রতিষ্ঠিত এই সংগঠনটি।

 

শনিবার বিকেলে উপজেলার দয়ামির ইউনিয়নের বড়দিরারাই গ্রামে অবস্থিত হাজী ছইদ উল্লাহ হাফিজিয়া মাদ্রাসায় সাজ্জাদ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০টি অসহায় পরিবারের মধ্যে শীতবস্ত্র (কম্বল) এবং ফুডপ্যাক বিতরণ করা হয়। পাশাপাশি দুটি দরিদ্র পরিবারের মধ্যে সেলাই মেশিন এবং একটি পরিবারের জন্য সাড়ে তিন বান ঢেউটিন প্রদান করা হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব মছদ্দর আলী এবং পরিচালনা করেন সাবেক ইউপি সদস্য আহমদ আলী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী বদরুল আলম, বর্তমান ইউপি সদস্য এনামুল ইসলাম হিরা, দেওকলস ইউনিয়নের ইউপি সদস্য শামিম আহমদ, মুফতি জয়নাল আবেদীন, সমাজসেবী মিজানুর রহমান চৌধুরী মান্না, ফারুক মিয়া, দুবাই প্রবাসী বিশ্বজিৎ, মাওলানা মারজান আহমদ, হাসন আলী, আছরার আহমদ ও নুর আলী প্রমুখ।

 

অনুষ্ঠানে সাজ্জাদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাজ্জাদুর রহমান যুক্তরাজ্য থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে বলেন,
“আমার শিকড় এই গ্রামে। এখানকার মানুষদের প্রতি আমার একটি নৈতিক দায়িত্ব রয়েছে। আমি বিশ্বাস করি, সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর মাধ্যমেই আমরা প্রকৃত মানবিকতার পরিচয় দিতে পারি। সাজ্জাদ ফাউন্ডেশনের লক্ষ্য হলো দরিদ্র মানুষদের জীবনমান উন্নয়ন এবং তাদের স্বপ্ন পূরণে সহায়তা করা। আমাদের এই উদ্যোগে যারা সহযোগিতা করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতেও আমরা এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখব।

 

এ ধরনের মহতী উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত হয়েছে। এলাকাবাসী আশা করছেন, সাজ্জাদ ফাউন্ডেশন এরকম আরও প্রকল্পের মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করবে।

Spread the love

আর্কাইভ

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031