জগন্নাথপুরে বেড়েছে গরম কাপড়ের কদর

প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২৪

জগন্নাথপুরে বেড়েছে গরম কাপড়ের কদর

কলি বেগম/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রচন্ড শীতে জনজীবন রীতিমতো কাবু হয়ে পড়েছে। গত ২ দিন ধরে আকাশে মিলছে না সূর্য্যের দেখা। মাঝে মধ্যে দুর আকাশে সূর্য্য উঁকি দিলেও জমিনে পড়ছে না তার প্রভাব। ফলে শীতের মাত্রা বেড়েই চলেছে। বিশেষ করে সন্ধ্যার পর ঘনকুয়াশায় আরো বেড়ে যায় শীতের মাত্রা। যা পরদিন সকাল ৮ থেকে ৯ টার পর্যন্ত থাকে।

 

এতে দিনমজুর শ্রমিক, জেলে ও কৃষকদের বেশি বেকায়দার ফেলে দিয়েছে। তবুও জীবন-জীবিকার তাগিদে কর্মজীবি মানুষেরা এই প্রচন্ড শীতকে উপেক্ষা করে কাজ করছেন। এবার মৌসুমের শুরুতেই শীত প্রবল শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে জনজীবনে। প্রচন্ড শীতের কারণে বিশেষ প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হতে চাইছেন না। ফলে হাট-বাজারে কমে গেছে মানুষের আনাগোনা। ব্যবসা বাণিজ্যে রীতিমতো মন্দা দেখা দিয়েছে।

 

এদিকে-শীত থেকে রক্ষা পেতে গরম কাপড় ব্যবহার বেড়েছে। অনেকে গত বছরের পুরনো গরম কাপড় ব্যবহার করছেন। অনেকে আবার নতুন করে গরম কাপড় কিনছেন। এর মধ্যে কমদামে গরম কাপড় কিনতে ফুটপাতের দোকানে ভিড় করছেন নিন্ম আয়ের মানুষজন।

 

 

৭ ডিসেম্বর শনিবার জগন্নাথপুর সদর বাজারের ফুটপাতের দোকানগুলোতে গরম কাপড় কিনতে দামদর করছেন ক্রেতারা। কাপড়ের স্তুপে খোঁজছেন নিজের পছন্দের কাপড়। পরে পছন্দ হলে সাধ্যমতো দামে পেলে কিনে নিয়ে যাচ্ছেন শীতার্ত মানুষজন।

এ সময় গরম কাপড় কিনতে আসা প্রবীণ মুরব্বি কৃষক আবদুল আহাদ, ছালিক মিয়া, রহমত উল্লাহ বলেন, এবার আগেভাগে শীতে ধরিলিছে। বাঁচবার উপায় নাই। আমরা গরীব মানুষ কম টেকাদি একটা বড় কাপড় কিনতে আইছি। গত বছরের কাপড় নষ্ট অইগিছে। তবুও লাগের ইবার একটু দাম বেশি।

 

বিক্রেতাদের মধ্যে একজন বলেন, আমাদের ফুটপাতের দোকানে ভালো ভালো কাপড় মিলে। এর মধ্যে জ্যাকেট, সুয়েটার সহ নানা প্রছন্দের কাপড় রয়েছে। আমরাও অল্প লাভে কাপড় বিক্রি করছি।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031