নবীগঞ্জে ইজিবাইক ব্যাটারি চুরির হিড়িক

প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২৪

নবীগঞ্জে ইজিবাইক ব্যাটারি চুরির হিড়িক

প্রতিনিধি/ হবিগঞ্জঃঃ

নবীগঞ্জের ইনাতগঞ্জে শীত আসার সাথে সাথে চুর চক্র সক্রিয় হয়ে ওঠেছে। অসহায় হতদরিদ্র দিন মজুরদের ৬টি ইজিবাইক থেকে ১২টি ব্যাটারি চুরি হয়।

 

গত রবিবার দিবাগত গভীর রাতে ইনাতগঞ্জ ইউনিয়নের লামলিপাড় গ্রামের আবিদুর রহমান ও লতিবপুর গ্রামের আতাউল মিয়ার গ্যারেজে এ চুরির ঘটনা ঘটেছে। ব্যাটারি চুরির খবর চতুরদিকে চড়িয়ে পড়লে ইনাতগঞ্জসহ নবীগঞ্জ উপজেলার সকল ইজিবাইক চাকল ও মালিকদের মধ্যে চুর  আতংক বিরাজ করছে।

 

স্থানীয় সূত্রে আরো জানাযায়, লামলিপাড় গ্রামের আবিদুর রহমান ও লতিবপুর গ্রামের আতাউল মিয়া ইজিবাইকের গ্যারেজ পরিচালনা করেন নিজ নিজ গ্রামে। এতে বেশ কয়েকজন ইজিবাইক মালিক ভাড়ায় ওই গ্যারেজে রাতের বেলা তাদের  ইজিবাইক রাখতেন। গত রবিবার রাত ১১টার দিকে গ্যারেজ তালাবদ্ধ করা হয়। সকালের দিকে গ্যারেজে এসে ব্যাটারি চুরির বিষয়টি বুঝতে পারেন গ্যারেজ কর্তৃপক্ষ।

 

ইজিবাইক মালিক সালমান বলেন, গ্যারেজের দরজা ভেঙ্গে ইজিবাইক থেকে ৪টি ব্যাটারি চুরি করে নিয়ে যায় চুর চক্র।  এলাকার অনেকেই জানান, ইনাতগঞ্জ বাজারে ভাঙ্গারী দোকান রয়েছে। এলাকার একটি সংঘবদ্ধ চুরের দল এসব ইজিবাইক ব্যাটারি, টিউবওয়েল সহ বিভিন্ন জিনিস পত্র চুরি করে ভাঙ্গারী দোকানে বিক্রি করে থাকে। এ ব্যাপারে প্রশাসনের জোরালো হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।  তবে, চুরি প্রতিরোধে  ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে জানিয়েছে নবীগঞ্জ থানা পুলিশ ।

 

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031