বাগেরহাটে বিনামূল্যে ল্যাপটপ পেলেন ৮০ নারী উদ্যোক্তা

প্রকাশিত: ১১:২৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২৪

বাগেরহাটে  বিনামূল্যে ল্যাপটপ পেলেন ৮০ নারী উদ্যোক্তা

এস.এম.সাইফুল ইসলাম কবির/ বাগেরহাটঃঃ

বাগেরহাটে বিনামূল্যে ল্যাপটপ পেলেন ৮০ নারী উদ্যোক্তা এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট:বাগেরহাটের মোরেলগঞ্জে ৮০ জন নারী ইকমার্স উদ্যোক্তার মাঝে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ নাজমুল ইসলাম।

 

মঙ্গলবার ২৪ ডিসেম্বর বিকালে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে হার পাওয়ার প্রকল্পের উদ্যোগে ইকমার্সে প্রশিক্ষণ প্রাপ্ত নারীদের মাঝে এই ল্যাপটপ বিতরণ করা হয়।

 

এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলে,ন জামায়াতে ইসলামি উপজেলা আমির মাওলানা শাহাদাৎ হোসেন,নায়েবে আমির মাস্টার মনিরুজ্জামান ।

 

এসময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, হার পাওয়ার প্রকল্পের আইসিটি অফিসার ত্রিদিপ সরকার,উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার বাকি বিল্লাহ,মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম শহিদুল ইসলাম,সাধারণ সম্পাদক এম শামীম আহসান মল্লিক, সহ-সভাপতি মোঃরমিজ উদ্দিন শেখ, সহ -সাধারণ সম্পাদক শীব সজল জিশু ঢালী ,সহ সম্পাদক মোঃ এখলাস শেখ ,অর্থ ও প্রচার সম্পাদক মোঃনাজমুল ইসলাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সংশ্লিষ্টরা জানান, প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন শীর্ষক হার পাওয়ার প্রকল্পের আওতায় জেলার মোরেলগঞ্জ উপজেলার ৮০ জন নারী ইকমার্স উদ্যোক্তাকে ৬ মাসের প্রশিক্ষণ দেয়ার পর তাদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়। উপজেলা আইসিটি অফিসার ত্রিদিপ সরকার বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আওতায় হার পাওয়ার প্রকল্পের মাধ্যমে নারীদের আত্মকর্মসংস্থান বৃদ্ধিতে ৮০ জন নারীকে ল্যাপটপ দেয়া হয়েছে।এছাড়া প্রকল্পের মেয়াদ বাড়লে আরও বেশি সংখ্যক নারীদের আত্মকর্মসংস্থান বৃদ্ধিতে প্রশিক্ষণের পাশাপাশি ল্যাপটপ বিতরণ করা হবে বলেও জানান তিনি।

 

 

এদিন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের হার পাওয়ার প্রকল্পের অধীনে মোরেলগঞ্জ উপজেলার নারী উদ্যোক্তাদের দেওয়া ল্যাপটপ নারীদের প্রযুক্তি শিক্ষায় দক্ষ করবে এবং আত্মকর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবে বলে জানান আয়োজকরা।*

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728