ধর্মপাশায় শতবর্ষী হিজল বাগান রক্ষার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৫

ধর্মপাশায় শতবর্ষী হিজল বাগান রক্ষার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

প্রতিনিধি/ধর্মপাশাঃঃ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুনই গ্রামের ছোটকান্দা নামক স্থানে শতবর্ষী হিজল বাগান রক্ষার দাবিতে শনিবার বেলা সোয়া ১২টার দিকে সুনই গ্রামবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

হিজল গাছ কর্তন কারীদের আইনের আওতায় আনা, হিজল বাগানের সীমানার ভেতরে অগভীর-গভীর সেচ মেশিন বন্ধ করণ,অবৈধ দখলদারদের উচ্ছেদ ও হিজল বাগানের সীমানা নির্ধারণের দাবিতে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

 

মানববন্ধনে সুনই গ্রামের বাসিন্দা ও বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেহেদী হাসান ডালির সঞ্চালনে বক্তব্য রাখেন, পাইকুরাটি ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক সম্পাদক হাফেজ আব্দুল বাতেন, সুনই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সুনই গ্রামের বাসিন্ধা মো.অলি, ইউপি সদস্য শাহজাহান মিয়া,শরীফ আহমেদ মামুন, সাবেক ইউপি সদস্য মোফাজ্জল মিয়া, সুনই গ্রামের বাসিন্দা নূরুজ্জামান খান প্রমুখ।

 

বক্তারা অবিলম্বে তাঁদের চারদফা দাবি বাস্তবায়নে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ( ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ অলিদুজ্জামান বলেন,উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনই গ্রামের পেছনে ছোট কান্দা নামক স্থানে সরকারি খাস ৮১একর লায়েক পতিত ভূমি রয়েছে। এর মধ্যে বেশ কিছু খাসজমি ভূমিহীন কৃষকদেরকে সরকারিভাবে বন্দোবস্ত দেওয়া হয়েছে। এটি সরকারিভাবে হিজল বাগান এখনো নথিভূক্ত হয়নি। অবৈধভাবে হিজল গাছ কর্তনকারীদের আইনের আওতায় আনাসহ বন্দোবস্তের বাইরে থাকা ভূমির সীমানা নির্ধারণ, অবৈধ দখলে থাকলে দখলকারীদের উচ্ছেদকরণ এবং এটি হিজল বাগান হিসেবে সৃজন করাসহ দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728