ওসমানীনগরে আলহাজ্ব মঈন উদ্দিন ফাউন্ডেশনের মধ্যাহ্নভোঁজ

প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৫

ওসমানীনগরে আলহাজ্ব মঈন উদ্দিন ফাউন্ডেশনের মধ্যাহ্নভোঁজ

প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
সিলেটের ওসমানীনগরে আলহাজ্ব মঈন উদ্দিন ফাউন্ডেশনের পক্ষথেকে মাদ্রাসার ৫শ ছাত্র ও শিক্ষকদের নিয়ে মধ্যাহ্নভোঁজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

 

রবিবার দুপুরে উপজেলার তাজপুর ইউনিয়নের জাহাপুর ইসলামপুর গ্রামে আলহাজ্ব মঈন উদ্দিন ফাউন্ডেশনের অফিস কার্যালয় প্রাঙ্গণে দোয়া মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব মহি উদ্দিন সেলিম, এতে জামেয়া ইসলামিয়া ফুরক্বানিয়া তাজপুর মাদরাসা, জামেয়া উসমানিয়া হুসাইনিয়া মহিলা টাইটেল মাদরাসা বরায়া কাজির গাঁও, নুরুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা তাজপুর কদমতলা আবাসিক প্রকল্প, কাশিকাপন সুরতপুর মাদরাসার মোহতামিম শিক্ষক ও ছাত্রবৃন্দরা।

 

এসময় আয়োজিত সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন, ইসলামে শিক্ষার গুরুত্ব অপরিসীম। মাদরাসা শিক্ষার মাধ্যমেই সমাজে ঈমান-আমল, আল্লাহভীতি ও আখেরাতমুখিতা বৃদ্ধি পায়। এজন্য আখেরাতে কামিয়াবী ও শান্তি নিরাপত্তার জন্য মাদরাসা শিক্ষা অপরিহার্য। আর সেই সকল দ্বাীনি শিক্ষার্থীদের নিয়ে আলহাজ্ব মঈন উদ্দিন ফাউন্ডেশনের মধ্যাহ্ন ভোজের আয়োজন প্রশংসনীয়। প্রবাসের বিলাসী জীবনের মোহে না থেকে নাড়ীর টানে দেশের যে কোন দূূর্যোগে বিপর্যস্ত মানুষের কল্যাণে মহিউদ্দিন সেলিমের পরিবারের সদস্যদের অবদান অপূরনীয়। মানবকল্যাণে তাদের এসব কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা করেন তারা।

 

এসময় উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য প্রবাসী মাহিন উদ্দিন আহমদ, শাফরাজ আহমদ, জামেয়া ইসলামীয়া ফুরক্বানীয়া তাজপুর মাদ্রাসার শিক্ষা সচিব মাওঃ আব্দুল আজিজ খাঁন, জামেয়া উসমানিয়া ইসলামিয়া মহিলা টাইটেল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ হোসেইন আহমদ, নরুল কুরআন হাফিজিয়া আবাসিক মাদ্রাসার অধ্যক্ষ হাফিজ আব্দুল কদ্দুছ, কাদিপুর মাদ্রসার শিক্ষা সচিব মাওলানা আব্দুস সালাম, ইসলামপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওঃ জামিল আহমদ, কদমতলা মসজিদের ইমাম আলাউদ্দিন আল হাদি, সমাজসেবী আব্দুল খালিক, আকলুছ মিয়া, গিয়াস উদ্দিন, আব্দুল হান্নান, শাহিন উদ্দিন, ফরিদুজ্জামান, মল্লিক মিয়াসহ আরো অনেকেই।

 

এর আগে মহিউদ্দিন সেলিমের পরিবারসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাতে অংশ নেন এলাকার ধর্মপ্রাম মুসলমান ও বিভিন্ন শ্রেনি পেশার মানুষ।

Spread the love

আর্কাইভ

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728