সিলেটের জন্য ১০ লক্ষ টাকা ও ৩২১ টন চাল বরাদ্দ

প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২০

সিলেটের জন্য ১০ লক্ষ টাকা ও ৩২১ টন চাল বরাদ্দ

ডেস্ক রিপোর্টঃঃ

করোনাভাইরাসের কারণে সৃষ্ট দুর্দিনে সিলেট জেলার গরিবরা যাতে কষ্টে না থাকেন সেদিকে সুদৃষ্টি রেখেছে সরকার। সিলেটের গরিব ও অসহায়দের জন্য নগদ ১০ লক্ষ টাকা এবং ৩২১ টন চাল সরকারের পক্ষ থেকে বরাদ্দ দেয়া হয়েছে। নগদ অর্থ দিয়ে আলু, ডাল, তেল ও সাবান কিনে গতকাল শুক্রবার (২৭ মার্চ) থেকে সিলেটের সকল উপজেলায় গরিবদের বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করছেন কর্মকর্তারা।

 

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবুল কালাম আজ শনিবার (২৮ মার্চ) এ বিষয়ে  সিলেট জেলার গরিব, দরিদ্র, দিনমজুর ও অসহায়দের জন্য নগদ ১০ লক্ষ টাকা এবং ৩২১ টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। এই ১০ লক্ষ টাকা থেকে আলু, ডাল, তেল ও সাবান ক্রয় করে প্যাকেট তৈরি করা হয়েছে। প্রতিটি প্যাকেটে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল, ১ লিটার সোয়াবিন তেল ও ১টি সাবান আছে।

 

তিনি জানান, এসব প্যাকেট নিয়ে সিলেট জেলার প্রতিটি উপজেলায় দরিদ্রদের বাড়ি বাড়ি যাচ্ছেন সিলেটের সরকারি কর্মকর্তারা। গতকালই এসব প্যাকেট করে জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল উপজেলার নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়ে দেয়া হয়েছে । লোকসমাগম না করে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা দরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে এগুলো গতকাল থেকেই বিতরণ শুরু করে দিয়েছেন, আজও ধারাবাহিক বিতরণ করছেন।

 

এক প্রশ্নের জবাবে অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, কোনো পূর্ব তালিকার ভিত্তিতে নয়, যারা এখন সবচেয়ে বেশি সংকটে আছেন, যাদের ঘরে কোনো খাবার নাই তাদের ঘরেই আগে একেকটি প্যাকেট পৌঁছে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031