রংপুরে সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৫

রংপুরে সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার/রংপুরঃঃ

সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে) আয়োজিত সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সকাল ১১টায় রংপুর নগরীর টাউন হল রুমে বিভাগের ৮ জেলার সাংবাদিকদের নিয়ে আয়োজিত রংপুর সাংবাদিক ইউনিয়ন সাংবাদিক সমাবেশ।

 

সমাবেশে প্রধান বক্তা কাদের গণি চৌধুরী বলেন, মিডিয়া গুলোকে ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক কিংবা ব্যবসায়ী অর্থে। এখন ক্ষমতামুখী সাংবাদিকতা চলছে যে ক্ষমতামুখী সাংবাদিকতা ক্ষমতাসীনদের তোশামদি করে অর্থ বিত্তের মালিক হওয়া। তিনি আরো বলেন, এই ক্ষমতামুখী সাংবাদিকদের জন্য বাংলাদেশের সাংবাদিকতা পচনমুখী নয় পতনমুখী রুপ। এটা ফিরিয়ে নিয়ে আসতে সকল সাংবাদিকদের প্রতি আহ্বান জানাই।

 

এছাড়া চাকরি আছে বেতন নাই এই সাংবাদিকতার দরকার নাই। সাংবাদিকতা আংশিক নয়, পুরোটাই করতে হবে শতভাগ সত্য ঘটনা দিয়ে সত্য প্রকাশ করতে হবে। অপসাংবদিকতা আজকে সত্যি সংবাদ বিলীন করে দিয়েছে। সাংবাদিকরাই পারে সাংবাদিকতাকে রক্ষা করতে। তথ্য সন্ত্রাস জঙ্গীদের থেকেও জঘন্য। সকল সাংবাদিক হত্যার বিচারের দাবি জানান তিনি।

 

এ সময় সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ড, ২৪ এর ছাত্র-জনতার অভ্যুথানে শহীদ পাঁচ সাংবাদিকসহ দেশের সকল সাংবাদিক হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে বিচার ও ফ্যাসিবাদমুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠাসহ বিভিন্ন দাবি তোলে বক্তব্য রাখান জাতীয় ও স্থানীয় সাংবাদিক নেতারা।

 

 

অন্যান্যদের বক্তব্যে রংপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি শরিফা বেগম শিউলী বলেন,সাংবাদিকদের ট্রেনিং নিয়ে জেলা উপজেলায় বৈষম্য আছে। নব্যদের সুযোগ না দিয়ে সম্মানি ভাতার লোভে ৬০ উর্ধ বয়সের সাংবাদিকরা এখনো ট্রেনিং করে। এই বৈষম্য দূর করতে ও সাংবাদিকদের মামলা হামলার পিছনে যে সকল দালাল সাংবাদিকের হাত থাকে তাদের প্রতিহত করতে গণমাধ্যম কর্মীদের ঐক্যবদ্ধের বিকল্প নাই।

 

 

রংপুর সাংবাদিক ইউনিয়ন সমাবেশে উপস্থিত ছিলেন বিভাগের ৮ জেলা ও উপজেলা থেকে আগত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদকর্মীরা।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728