দোয়ারাবাজারে পুলিশের অভিযানে ভারতীয় মদসহ যুবক আটক

প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৫

দোয়ারাবাজারে পুলিশের অভিযানে ভারতীয় মদসহ যুবক আটক

 

প্রতিনিধি/দোয়ারাবাজার::
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ভারতীয় মদের চালানসহ সোনাফর আলী (২৩) নামের এক যুবককে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১২ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানা পুলিশের এসআই মুহাম্মদ আসলাম হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় উপজেলার বাংলাবাজার থেকে বাঁশতলা যাতায়াতের পাকা রাস্তার মৌলারপাড় ব্রিজের উপর অভিযান পরিচালনা করে সোনাফর আলীকে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।

 

এ সময় সোনাফর আলীর হেফাজতে থাকা ৮২ বোতল ভারতীয় অফিসার চয়েস বিদেশী মদ ও মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি টিভিএস মেট্রো প্লাস ১১০ সিসি মোটরসাইকেল জব্ধ করা হয়েছে।আটক যুবক উপজেলার লক্ষীপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের রকিব আলীর পুত্র সোনাফর আলী।

 

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাহিদুল হক আটকে বিষয়টি সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Spread the love

আর্কাইভ

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728