কেমন আছেন খালেদা জিয়া? জানালেন চিকিৎসক

প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২৫

কেমন আছেন খালেদা জিয়া? জানালেন চিকিৎসক

আন্তর্জাতিক ডেস্কঃঃ

অধ্যাপক প্যাট্রিক কেনেডির অধীনে লন্ডন ক্লিনিকে ভর্তি আছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ইতোমধ্যে তার চিকিৎসা শুরু হয়েছে। তবে নতুন খবর হলো, দু-একদিনের মধ্যেই বিএনপি নেত্রীর ‘লাইন অব ট্রিটমেন্ট’ সম্পর্কে জানা যাবে।

গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানান।

 

তিনি বলেন, ‘খালেদা জিয়ার বয়স এবং সবকিছু বিবেচনায় রেখে চিকিৎসা দিতে সর্বোচ্চ চেষ্টা করছে ক্লিনিক কর্তৃপক্ষ। এ অবস্থায় হাসপাতালের মেডিকেল বোর্ড এবং আমরা সবাই মিলে দু-একদিনের মধ্যে হয়তো একটা সিদ্ধান্তে আসব যে, ওনার লাইন অব ট্রিটমেন্টটা কি হবে। পরে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

খালেদা জিয়ার চিকিৎসায় লন্ডন ক্লিনিকে ৮ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে জানিয়ে ডা. জাহিদ বলেন, ‘তাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। তারা আমাদের সঙ্গে আলোচনা করছেন। তিনি আরও বলেন, ‘দেশে খালেদা জিয়ার চিকিৎসা নিয়েও মেডিকেল বোর্ডের চিকিৎসকরা আমাদের প্রশংসা করেছেন।

 

চিকিৎসার জন্য খালেদা জিয়াকে যুক্তরাষ্ট্রে নেওয়া হবে কিনা জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘এটা নির্ভর করছে এখানকার চিকিৎসকদের ওপর। তারা যদি মনে করেন উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা দরকার, তখন সেটা করা হবে।

 

প্রসঙ্গত, বাংলাদেশ সময় ৮ জানুয়ারি বিকেলে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান খালেদা জিয়া। এ সময় তাকে স্বাগত জানাতে তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ জোবাইদা রহমান বিমানবন্দরে উপস্থিত হন। পরে বিমানবন্দর থেকে নিজে গাড়ি চালিয়ে মাকে হাসপাতালে নিয়ে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728