সিলেট ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৫
প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সমলয় পদ্ধতিতে বোরো ধান চাষাবাদের ব্লক প্রদর্শনীর উদ্বোধন ও কৃষি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৮ জানুয়ারি শনিবার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাংগিয়ারগাঁও গ্রামের হাওরের মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম এর সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজন আকন্দের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.বরকত উল্লাহ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা। এতে স্বাগত বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ। বক্তব্য রাখেন, কলকলিয়া ইউপি চেয়ারম্যান রফিক মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ও কৃষক আংগুর মিয়া প্রমূখ।
এ সময় কৃষি অফিসের তপন কুমার শীল সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, কলকলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল হাসিম, ইউপি সদস্য আবদুল কাইয়ূম, মসিক আহমদ, ছালিক মিয়া, কামরুল ইসলাম, ছাদিক আলম, মাহবুবুল আলম, জসিম উদ্দিন, আজিজুল হক, হোসনে আরা, সফেদা খানম, স্বপ্না রাণী দাস ও স্থানীয় কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্তি জেলা প্রশাসক বলেন, দিনদিন কমছে চাষাবাদের জমি। বাড়ছে জনসংখ্যা। চাহিদা মেটাতে অল্প জমিতে বেশি ফসল উৎপাদন করতে হবে। এ জন্য সমলয় পদ্ধতিতে জমি চাষাবাদ করলে ব্যয় হৃাস পাবে। বাচবে সময়। তাই সমলয় পদ্ধতিতে চাষাবাদে সকল কৃষক ভাইদের এগিয়ে আসতে হবে।